বিপিএলের সূচি ঘোষণা, উদ্বোধনী ম্যাচে খেলবে বরিশাল-রাজশাহী

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

৩০ ডিসেম্বর থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের পর্দা উঠতে যাচ্ছে। ৭ দলের টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি। মঙ্গলবার (১২ নভেম্বর) এক ভিডিওর মাধ্যমে চূড়ান্ত সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এবারের আসর শুরু হবে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর লড়াইয়ের মাধ্যমে। ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ।

সূচিতে দেখা গেছে, গ্রুপ পর্বে প্রতিদিন দুটি করে ম্যাচ রাখা হয়েছে। দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাতটায়। প্রথমদিন দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটাল মুখোমুখি হবে।

তবে বিপিএলের ঢাকা পর্ব এবার খুবই সংক্ষিপ্ত করা হয়েছে। প্রথম পর্বে ঢাকায় ম্যাচ রাখা হয়েছে চারদিন। অর্থাৎ ৩০, ৩১ ডিসেম্বর ও ২, ৩ জানুয়ারি ঢাকায় আটটি ম্যাচ হবে।

এরপর দ্বিতীয় পর্ব হবে সিলেটে। সেখানে ৬ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত ম্যাচ হবে।

এরপর তৃতীয় পর্বে চট্টগ্রামে যাবে বিপিএল। ১৬ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত ম্যাচ হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

শেষ পর্বে ঢাকায় ২৬ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাচ হবে। ৭ ফেব্রুয়ারি আসরের ফাইনাল রাখা হয়েছে।

এর আগে ঢাকায় ৩ ফেব্রুয়ারি প্রথম এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ারের ম্যাচ রাখা হয়েছে। ৫ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় কোয়ালিফায়ার।

প্রসঙ্গত, এবারের বিপিএলে অংশ নেয়া সাত দল হলো– ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম কিংস, দুর্বার রাজশাহী, খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্স।

  • বিপিএল
  • সূচি ঘোষণা
  • #