জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত সহায়তা চাই : ড. ইউনূস

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বেশির ভাগ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশে সবুজ শিল্প বিকাশের জন্য পর্যাপ্ত আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন। গ্রিনহাউস গ্যাস নির্গমন আরও বেশি দ্রুত ও টেকসই উপায়ে হ্রাস করতে ব্যাপক আন্তর্জাতিক পদক্ষেপ নিতে হবে।

গতকাল মঙ্গলবার আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ সম্মেলনে জার্মানি ও চিলি আয়োজিত ক্লাইমেট ক্লাবের সভায় তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, বাংলাদেশ সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর ও কার্বন নির্গমন কমানোর ক্ষেত্রে ক্লাইমেট ক্লাবের সঙ্গে কাজ করতে ইচ্ছুক। তিনি বিশেষ করে উদীয়মান বাজার ও উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোতে কম কার্বন নির্গমন প্রযুক্তি প্রদর্শন ও স্থাপনা গড়ার আহ্বান জানান। তিনি বলেন, অর্থায়নের সীমিত সুযোগ রয়েছে– এমন দেশ বিশেষ করে বাংলাদেশের মতো দুর্বল উন্নয়নশীল দেশগুলোতে অধিক মূলধন বিনিয়োগ করা শিল্পের জন্য একটি বাধা। প্যারিস চুক্তির আর্টিক্যাল ৬.৮-এর অধীনে আন্তর্জাতিক সহযোগিতা, সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তি হস্তান্তর নিশ্চিত করা অপরিহার্য।

 

  • আজারবাইজান
  • কপ-২৯ সম্মেলন
  • ড. ইউনূস
  • বাকু
  • #