চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট এলাকায় অবস্থিত কর্ণফুলী কমপ্লেক্সের একটি খাবার হোটেল ও দুটি ছোট দোকান আগুনে পুড়েছে। মঙ্গলবার রাত ১০টা ২২ মিনিটে এসব দোকানে আগুন লাগে। রাত ১১টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে নগরের বায়েজিদ ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কর্ণফুলী কমপ্লেক্সে মুদি, কাঁচাবাজার, মাছ-মাংস, ক্রোকারিজসহ বিভিন্ন পণ্যের শতাধিক দোকান রয়েছে। তবে আগুনের সূত্রপাত হয় মূল কমপ্লেক্সের বাইরের একটি দোকান থেকে। পরে সেখান থেকে পাশের আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে।
কর্ণফুলী কমপ্লেক্সের শাহজালাল স্টোরের মালিক আবদুল্লাহ নোমান বলেন, ফায়ার সার্ভিস আগুন নেভাতে সক্ষম হয়েছে। তিন থেকে চারটি দোকান পুড়ে গেছে। বড় দুর্ঘটনার হাত থেকে তাঁরা রক্ষা পেয়েছেন।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, কর্ণফুলী মার্কেটে আগুনে বেশকিছু দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামিসহ দুটি ইউনিট আগুন নির্বাপণে যোগ দেয়। তিনি বলেন, রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্তের পর বলা যাবে।