চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেলসহ সবুজ হোসেন (২৫) নামে এক ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার ফরিদপুর ঘোড়ামারা মাঠে এ ঘটনা ঘটে।
নিহত সবুজ হোসেন একই উপজেলার বাদেমাজু গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। পেশায় তিনি একজন পুরনো মোটরসাইকেলের ব্যবসায়ী ছিলেন। তবে কারা মোটরসাইকেলসহ সবুজকে পুড়িয়ে হত্যা করেছে তা জানা যায়নি। পুলিশের উপস্থিতিতে লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ডাউকি ইউনিয়নের বাদেমাজু গ্রামের সবুজ আহমেদ পুরনো মোটরসাইকেল কেনা-বেচা করতেন। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন সবুজ। এরপর থেকে পরিবারের লোকজন তার হদিস পাচ্ছিলেন না। বুধবার সকালে একই উপজেলার বেলগাছি ইউনিয়নের ঘোড়ামারা মাঠের একটি মেহগনি বাগানে মোটরসাইকেলসহ এক যুবকের পোড়া লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। সকাল সাড়ে ৯টার দিকে আলমডাঙ্গা থানা পুলিশ সেখানে উপস্থিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেল সবুজের পিঠের ওপর চাপা দেওয়া অবস্থায় ছিল। তবে নিহত সবুজের মুখের অংশ না পোড়ায় এলাকার লোকজন লাশটি সবুজের বলে শনাক্ত করে।
আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান জানান, আমরা লাশ উদ্ধারের ব্যবস্থা করছি। যারাই এ ঘটনা ঘটিয়েছে তাদের শনাক্তে পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে।