এ বছর বুকার পুরস্কার জিতেছেন ব্রিটিশ লেখক সামান্থা হার্ভে। গত মঙ্গলবার (১২ নভেম্বর) এ পুরস্কার ঘোষণা করা হয়েছে। হার্ভে তার উপন্যাস ‘অরবিটাল’ এর জন্য এই পুরস্কার জিতেছেন।
আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে ছয়জন নভোচারীর এক দিনের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে উপন্যাসটিতে। অরবিটালে যে ছয় নভোচারীর কথা বলা আছে, তাদের দুজন পুরুষ এবং চারজন নারী।
২০১৯ সালের পর প্রথম নারী হিসেবে বুকার পুরস্কার জিতলেন হার্ভে। তিনি পুরস্কার হিসেবে ৫০ হাজার পাউন্ড পাবেন।
পুরস্কার জেতার পর বিবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হার্ভে বলেন, তিনি পুরোপুরি বিস্মিত এবং অত্যন্ত অভিভূত হয়েছেন। এই পুরস্কার তার জীবন পরিবর্তন করে দেবে।
৫০ হাজার পাউন্ড পুরস্কারের অর্থ কীভাবে খরচ করবেন, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাকে একটা নতুন বাইক কিনতে হবে এবং সেটা হবে একটি ভালো বাইক।