এবারের মিস ইন্টারন্যাশনাল মুকুট জিতলেন ভিয়েতনামের মডেল হুইন থি থান থুই। মঙ্গলবার (১২ নভেম্বর) টোকিওতে জমকালো এক অনুষ্ঠানে ৭০ জন প্রতিযোগীকে পেছনে ফেলে সেরা নির্বাচিত হন তিনি। পাশাপাশি এই আসরে ভিয়েতনামের প্রথম কোনো বিজয়ী হিসেবে গড়লেন ইতিহাস।
বিজয়ী ঘোষণার পর ২২ বছর বয়সী এই সুন্দরী বলেন, সবার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি ভিয়েতনামের প্রথম মিস ইন্টারন্যাশনাল। অবশেষে আমি নিজেকে প্রমাণ করতে পেরেছি। ভিয়েতনামসহ সারা বিশ্বের ভক্তদের কাছ থেকে সমস্ত ভালোবাসা এবং সমর্থন পেয়েছি। সবাইকে ধন্যবাদ।
এর আগে তিনি মিস ভিয়েতনাম ২০২২-এর মুকুট জয় করেছিলন। তারও আগে ২০২১ সালে মিস দা নাং ইউনিভার্সিটি ও মিস এলিগ্যান্ট স্টুডেন্ট দা নাং-এ প্রথম রানারআপ হয়েছিলেন থান থুই।
জানা যায়, ছোটবেলা থেকেই মডেলিংয়ে বেশ আগ্রহী ছিলেন এই সুন্দরী। বেশ কয়েকটি ব্র্যান্ডের মডেল হিসেবেও কাজ করেছেন। এ ছাড়া সিউল ফ্যাশন সপ্তাহের মঞ্চেও তাঁর উপস্থিতি নজর কেড়েছিল। পাশাপাশি ক্যান্সার প্রতিরোধ সংগঠনসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও তিনি জড়িত।
প্রসঙ্গত, বিশ্বের অন্যতম সেরা তিন সুন্দরী প্রতিযোগিতার একটি মিস ইন্টারন্যাশনাল। ১৯৬০ সালে জাপান এটি প্রথমবার আয়োজন করেছিল।