খুলনায় পাটের বস্তার গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

খুলনার বাণিজ্যিক এলাকা স্টেশন রোডে একটি পাটের বস্তার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণও। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়দেরও সহযোগিতা করতে দেখা গেছে।

তবে গোডাউনে পাটজাত পণ্য থাকায় আগুনের তীব্রতা বাড়ছে। বাতাসে ছড়িয়ে পড়ছে দ্রুত। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়ার আশঙ্কা রয়েছে।

খুলনা ফায়ার সার্ভিস কক্ষের স্টাফ অফিসার জানিয়েছেন, আগুন লাগার খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে রওনা দেয়। বর্তমানে সেখানে আগুন নিয়ন্ত্রণে ৭ ইউনিট কাজ করছে।

  • আগুন
  • খুলনা
  • ফায়ার সার্ভিস
  • #