ইরানের যেসব নারী জনসম্মুখে হিজাব পরতে অনাগ্রহী, তাদের চিকিৎসার জন্য ক্লিনিক খোলার পরিকল্পনা করছে দেশটির সরকার। তবে বিশেষ এই চিকিৎসা কেন্দ্র খোলার ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেছে ইরানে নারী ও মানবাধিকার অধিকার সংস্থাগুলো।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয়, ইরানে আইন অনুযায়ী সব নারীর হিজাব পরার বাধ্যমূলক। যারা হিজাব পরেন না তাদের ‘মানসিক সমস্যা’ রয়েছে বলে মনে করে দেশটির সরকার। আর তাদের চিকিৎসা দেওয়ার জন্য খোলা হচ্ছে ক্লিনিক।
গত কয়েকদিন ধরে হিজাব আইন কার্যকরে কঠোরতা অবলম্বন শুরু করেছে ইরান। যারা আইন ভঙ্গ করছেন তাদের গ্রেপ্ করা হচ্ছে। এছাড়া অনেকের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হচ্ছে।
এদিকে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, তেহরানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থী হিজাব আইন লঙ্ঘনের অভিযোগে নিরাপত্তারক্ষীদের হাতে হেনস্তার শিকার হন। এর প্রতিবাদে তিনি তার পোশাক খুলে প্রতিবাদ জানান। এরপর তাকে গ্রেফতার করে মানসিক হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার পরই এই ক্লিনিক খোলার ঘোষণা এল।