ধানমন্ডিতে ছুরিকাঘাতে প্রবাসী নিহত, আহত স্ত্রী

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে
প্রতীকী ছবি

রাজধানীর পুরাতন ধানমন্ডি এলাকার একটি বাসায় যুক্তরাজ্যপ্রবাসী এক ব্যক্তি ছুরিকাঘাতে নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর স্ত্রী। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম এ কে এম আবদুর রশিদ (৮২)। তাঁর স্ত্রীর নাম সুফিরা রশিদ। তাঁদের প্রথমে বেসরকারি একটি হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ভোরে আবদুর রশিদকে মৃত ঘোষণা করা হয়।

পরিবার ও পুলিশ বলছে, এই দম্পতি যুক্তরাজ্যপ্রবাসী। তাঁরা গত সেপ্টেম্বর মাসে দেশে এসেছিলেন। ধানমন্ডিতে পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় তাঁরা থাকতেন। বাকি তলাগুলো ভাড়া দেওয়া ছিল।

পুলিশ বলছে, চুরি করতে এসে বাধার মুখে ছুরিকাঘাত করা হয়েছে, নাকি এ ঘটনার পেছনে অন্য কিছু রয়েছে, সেটা তদন্ত করা হচ্ছে।

আবদুর রশিদের ভাগনে মনির হোসেন বলেন, রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য তাঁরা উঠেছিলেন। তখন বাইরে থেকে তিনজন ব্যক্তিকে ওই ভবনে ঢুকতে দেখেন। কারা, কীভাবে ঘটনাটি ঘটিয়েছেন, এখন জানা যায়নি।

হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো.ফারুক বলেন, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

  • ছুরিকাঘাত
  • ধানমন্ডি
  • নিহত
  • প্রবাসী
  • #