বঙ্গবন্ধু নাম পাল্টে এবার ‘নওগাঁ বিশ্ববিদ্যালয়’ লেখা সাইনবোর্ড টাঙালেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ২টার দিকে শহরের মডেল টাউনে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক ভবনের সামনে এ নতুন সাইনবোর্ড টাঙানো হয়।
গত ৫ আগস্ট ছাত্র-জনতা আন্দোলনের এক দফার দাবির মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর থেকেই ‘নওগাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়’-এর নাম পরিবর্তনের জোরালো দাবি জানিয়ে আসছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আজ সেই নাম পরিবর্তন করে সাইনবোর্ড টানানো হল। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নওগাঁয় নেতৃত্ব দেওয়া ছাত্রনেতা আরমান হোসেন ও সাদনান সাকিবসহ স্থানীয় শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নওগাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে গিয়ে উপাচার্য (ভিসি) ড. মোহা. হাছানাত আলীকে পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে এ মুহূর্তে ঢাকায় অবস্থান করছেন তিনি। এ বিষয়ে কথা বলতে তার মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তা বন্ধ পাওয়া যায়।