ঐতিহ্য অনুযায়ী প্রয়াত সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামীকাল রবিবার সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচারকাজ বন্ধ থাকবে। তবে প্রশাসনিক কাজ চলমান থাকবে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
সুপ্রিমকোর্ট কর্তৃপক্ষ জানায়, ১৬ নভেম্বর রাত ৪টা ৪৩ মিনিটে রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসারত অবস্থায় সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম (৮১) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)।
তার মৃত্যুতে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তার নামাজে জানাজা বাদ জোহর সুপ্রিমকোর্টের ইনার কোর্ট ইয়ার্ডে অনুষ্ঠিত হবে।