বেসরকারি টেলিভিশন দেশ টিভি ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে ডিবির একটি টিম তাকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান শনিবার দিবাগত রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তাকে ডিবি পুলিশের মিন্টু রোডস্থ কার্যালয় নেয়া হয়েছে। তাকে বিমানবন্দর থানার একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
ডিবির এক কর্মকর্তা জানান, আরিফ হাসানকে বিমানবন্দর থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি গত ১৯ জুলাই দায়ের করা হয়।
অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) কার্যনির্বাহী কমিটির মহাসচিব পদে আরিফ হাসান দায়িত্ব পালন করছেন।