বেতনের দাবিতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা গাজীপুরের চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এ জন্য রবিবার (১৭ নভেম্বর) সকাল ৯টা থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। যানজটে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
শিল্পপুলিশ ও আন্দোলনকারী শ্রমিকরা জানান, গাজীপুর মহানগরীর সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে তৈরি পোশাক কারখানাসহ একাধিক কারখানা আছে। সেখানে কর্মরত শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাসহ প্রায় ৪০ হাজার লোককে প্রতি মাসে ৮০ থেকে ৮২ কোটি টাকা বেতন দিতে হয়। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে প্রতি মাসেই শ্রমিকরা আন্দোলন করে তাদের বেতন আদায় করে আসছেন। অক্টোবর মাসের বেতনের দাবিতে বৃহস্পতিবার (১৫ নভেম্বর) তারা আন্দোলন করেন। শনিবার থেকে আবারও শ্রমিকরা চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে স্থানীয় থানা ও শিল্পপুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে।
আন্দোলনকারী শ্রমিকরা বলেন, আমাদের প্রতিমাসেই আন্দোলন করে বেতন নিতে হচ্ছে। গত কয়েক মাস এভাবেই নিতে হচ্ছে। সময়মতো বেতন করে দিলে আমরা আন্দোলনে যাবো না। বেতন না নিয়ে আমরা সড়ক ছাড়বো না। সড়ক বন্ধ না করলে কর্তৃপক্ষ ও সরকার আমাদের কথা বোঝার চেষ্টা করে না।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গত মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সকাল ৯টা থেকে সড়ক অবরোধ করে রেখেছেন। সড়ক ছেড়ে দেওয়ার জন্য তাদের বোঝানো হচ্ছে।
প্রসঙ্গত, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমানের মালিকানাধীন। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সালমান এফ রহমানকে গ্রেপ্তারের পর ব্যাংক হিসাব জব্দ করা হয়। এর পর থেকে প্রতিষ্ঠানটির শ্রমিকদের বেতন সঠিক সময়ে পরিশোধ করতে পারছে না কর্তৃপক্ষ।