চট্টগ্রাম নগরের ইপিজেড থানার আকমল আলী ঘাট এলাকায় মাছ ধরার জাল রাখার ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করেছে। শনিবার (১৬ নভেম্বর) রাত ১২টার দিকে আউটার রিং রোড সংলগ্ন আকমল আলী ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
সিইপিজেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আউটার রিং রোডের আকমল আলী প্রান্তে সাগরে পাড়ে আগুনের ঘটনা ঘটেছে। রাত ১২টা ১০ মিনিটের দিকে আগুন লাগার খবর আসে। পরে সিইপিজেট ফায়ার সার্ভিসের ২টি ও কেইপিজেট ফায়ার সার্ভিসের ১টিসহ মোট তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।