ফেনীর সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁঞার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার রাতে সোনাগাজী পৌর শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল পরবর্তী জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিল শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব রাসেল হামিদি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মির্জা তানিম, আজাদ হোসেন খোকন, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর ছিদ্দিক মারুফ, যুগ্ম আহ্ববায়ক শাহরিয়ার ইসলাম তুষার পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, জাহেদ আলম রুবেল, পৌর ছাত্রদলের সদস্য সচিব রহমত উল্যাহ শাহিন, কলেজ ছাত্রদলের সদস্য সচিব ওসমান গনী জিহাদ, সোনাগাজী কামিল মাদরাসার ছাত্রনেতা গিয়াস উদ্দিন হৃদয়, চর দরবেশ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর আলম রিয়াদ, চর চান্দিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাদ্দাম হোসেন, বগাদানা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবলু সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যদিকে, মতিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় যুবদল নেতা ম ম নাছিম আকবর মোহনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।