নিখোঁজের ৪ দিন পর ভেসে উঠল মাহিমের লাশ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজ ছয় বছরের শিশু মাহিম বাবুর লাশ নদী থেকে উদ্ধার করা হয়েছে। রোববার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার খুকশিয়া গ্রামে মাহিমের লাশ পাওয়া যায়। এর আগে সে গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়।

স্থানীয়রা জানান, ওই গ্রামের মাজেদুল ইসলামের ছেলে মাহিম বাবু বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। পরিবারের লোকজন আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মাহিমের কোনো সন্ধান না পেয়ে হতাশ হয়ে পড়ে। এক পর্যায়ে রোববার বিকেল ৪টার দিকে বাড়ির পার্শ্ববর্তী নলেয়া নদীতে একটি শিশুর মরদেহ ভেসে ওঠে। স্থানীয় লোকজন লাশটি দেখে হৈচৈ শুরু করলে মাহিমের পরিবারের লোকজন সেখানে গিয়ে লাশটি মাহিমের বলে শনাক্ত করে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, মাহিম নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • গাইবান্ধা
  • গোবিন্দগঞ্জ
  • নিখোঁজ
  • লাশ
  • শিশু
  • #