সোনারগাঁ উপজেলায় মেঘনা গ্রুপের পেপার তৈরির কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ শুরু করে। আগুনের তীব্রতা হওয়ার কারণে পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সোনারগাঁ, নারায়ণগঞ্জ, কাচঁপুর, বন্দর, গজারিয়া, ঢাকা, ডেমরা কোম্পানিসহ ফায়ার সার্ভিসের মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
জানা যায়, সোনারগাঁয়ের মেঘনা ঘাট ঝাউচরে অবস্থিত মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের টিস্যু কারখানায় সোমবার (১৮ নভেম্বর) ভোরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগে। আগুনে কারখানার প্রায় কয়েকশত কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস জানায়, কারখানায় আগুনের খবর পেয়ে মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিসসহ তাদের প্রায় ১২টি ইউনিট কাজ করছে। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনও বলা যাচ্ছে না।
পেপার মিলে কর্মরত কয়েক জন শ্রমিকের সাথে কথা বলে জানা যায়, রাতের ডিউটি করা অনেক শ্রমিক সেখানে আটকা পরেছে। না জানি তাদের কি অবস্থা। আগুনের তীব্রতা এতো বেশি যে তাৎক্ষণিক সবাইকে বাহির করতে পারেনি কর্তৃপক্ষ।