৪৬তম বিসিএস পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ তদন্তের নির্দেশ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ৬০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। একইসাথে প্রিলিমিনারি পরীক্ষা বাতিলে পিএসসির নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

গত ২৩ অক্টোবর প্রশ্নফাঁসের অভিযোগে প্রিলিমিনারি পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার নির্দেশনা চেয়ে রিটটি করা হয়।

ওই পরীক্ষায় অংশ নেওয়া ২৪ জন পরীক্ষার্থী রিটটি করেছিলেন। গত ২৬শে এপ্রিল ওই প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৯ মে পরীক্ষার ফল প্রকাশিত হয়।

এরই মধ্যে গত সাতই জুলাই প্রশ্ন ফাঁসের অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি।

  • ৪৬তম বিসিএস
  • অভিযোগ
  • তদন্ত
  • পরীক্ষা
  • প্রশ্নফাঁস
  • হাইকোর্ট
  • #