কিশোরগঞ্জের ভৈরবে মাদকাসক্ত এক যুবকের ছুরিকাঘাতে হারুনুর অর রশিদ (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের শুম্ভপুর রেলক্রসিং সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। হারুনুর অর রশিদ উপজেলার শুম্ভুপুর এলাকার মৃত গিয়াস উদ্দিন ছেলে। তিনি পেশায় একজন কাপড় ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় হারুনুর অর রশিদ শম্ভুপুর রেল ক্রসিংয়ের কাছে একটি চায়ের দোকানে বসা ছিলেন। এসময় তার এলাকার কফিল উদ্দিনের ছেলে জসিম উদ্দিন নেশাগ্রস্ত অবস্থায় তুচ্ছ ঘটনা নিয়ে তার সঙ্গে বিতণ্ডা হয়। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। এসময় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান জানান, নিহতের বুকে গুরুতর আঘাত ছিল। হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শাহিন মিয়া জানান, পুলিশ রাত ৮টায় দিকে মরদেহ থানায় নিয়ে আসে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।