পাবনা শহরে তুষার হোসেন নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ। রোববার (১৭ নভেম্বর) রাত ৯ টার দিকে খেয়াঘাট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত তুষার পাবনা শহরের রাধানগর ময়দানপাড়া মহল্লার আব্দুল মান্নানের ছেলে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, শহরের রাধানগর ময়দানপাড়া এলাকার বাসিন্দা তুষার হোসেনকে একদল দুর্বৃত্ত ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রসঙ্গত, তুষার স্কুলছাত্র সিয়াম হত্যা মামলার আসামি ছিল। কিছুদিন হল জামিনে ছাড়া পায় সে।