নবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খলিল গ্রেপ্তার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

ঢাকার নবাবগঞ্জ উপজেলা সদর কলাকোপা ইউপি চেয়ারম্যান ও নবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সমকালের প্রতিনিধি ইব্রাহীম খলিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার গভীর রাতে বাড্ডা থানার পুলিশ তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে। তার নামে নবাবগঞ্জ থানায় বিষ্ফোরক আইনে দুটি মামলা রয়েছে।

নবাবগঞ্জ থানা পুলিশ সূত্র জানায়, রোববার রাতে বাড্ডা থানার পুলিশ রাজধানীর একটি বাসা থেকে তাকে আটক করে। পরে নবাবগঞ্জ থানা পুলিশকে বিষয়টি জানালে তার নামে মামলা আছে বলে তথ্য দেয়। সোমবার সকালে নবাবগঞ্জ থানা পুলিশের কাছে ইব্রাহীম খলিলকে হস্তান্তর করে বাড্ডা থানা।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমিনুল ইসলাম বলেন, ইব্রাহীম খলিলের নামে নবাবগঞ্জ থানায় জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় বিস্ফোরক আইনে মামলা আছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

নিন্দা ও প্রতিবাদ : নবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সমকাল প্রতিনিধি ইব্রাহীম খলিলকে গ্রেপ্তারের ঘটনায় দোহার-নবাবগঞ্জের সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা ইব্রাহীম খলিলের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জানান।

  • গ্রেপ্তার
  • নবাবগঞ্জ প্রেসক্লাব
  • সাবেক সভাপতি
  • #