ক্যাম্পাসের ভেতরে রিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা রাচি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত আটটার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বিভাগের সভাপতি আরিফুল হক। আফসানা রাচি বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আনুমানিক সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি রিকশা তাকে ধাক্কা দেয়। রিকশার ধাক্কায় পাশে থাকা গাছের উপর পড়ে যায় সে। এসময় তাকে গুরুতর আহত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়। অবস্থা গুরুতর দেখে তাকে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক।
তবে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক।
দায়িত্বরত চিকিৎসক ডা. রাকিব আল মাহমুদ শুভ বলেন, আমরা যখন পেয়েছি তখন চোখের মনি ফিক্সড ছিল। তার হার্টবিট পাইনি, আমরা সাথে সাথে ইসিজি করি। তার বুকের উপর ভারি আঘাতের কালচে চিহ্ন ছিল।
ডিউটি ম্যানেজার সবুজ জানান, সন্ধ্যা ঠিক সাড়ে সাতটায় তাকে এনাম মেডিক্যালে নিয়ে আসা হয়। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। তার শরীরে মেজর কোনও ইনজুরি পাইনি৷ তবে তার দাঁত পুরো মাড়িসহ বের হয়ে এসেছে। সম্ভবত আঘাতে তার মৃত্যু হয়েছে।
এদিকে, মৃত্যুর ঘটনায় ক্যাম্পাসের যান চলাচল নিয়ন্ত্রণ, সড়ক উন্নয়ন ও সার্বিক নিরাপত্তার দাবিতে রাত ৯টায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখা।