আজ সপ্তম দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেক্সিমকোর শ্রমিকদের বিক্ষোভ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ মাস আগে

টানা সপ্তম দিনের মতো অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। বুধবার (২০ নভেম্বর) সকাল ৮টা থেকে গাজীপুর মহানগরীর কাশিমপুরের সারাবো এলাকায় ওই মহাসড়কের চক্রবর্তী মোড়ে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করছেন।

আন্দোলনরত শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষের একজন আমাদের বলেছিলেন, আমাদের সঙ্গে বকেয়া বেতনের বিষয় নিয়ে বসে দিন-তারিখ নির্ধারণ করবেন। কবে বকেয়া পরিশোধ করা হবে তা জানানো হবে। এখনও কর্তৃপক্ষের সঙ্গে বসতে পারিনি। আমাদের সঙ্গে বসার বিষয়টি নিশ্চিত করেনি। তাই আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। যতদিন বকেয়া বেতন না পাবো ততদিন আন্দোলন চালিয়ে যাবো।’

ক্ষোভ প্রকাশ করে শ্রমিকরা আরও বলেন, নির্দিষ্ট সময়ের মধ্য বেতন না পাওয়ায় ঘর ভাড়া, দোকানের বাকি, ছেলেমেয়েদের স্কুল-কলেজের বেতন, প্রাইভেট শিক্ষকের বেতন, বার্ষিক পরীক্ষার ফি দিতে পারছি না। আগামী বছর বাচ্চাদের নতুন ক্লাসে ভর্তি করাতে পারবো কিনা বলতে পারছি না। বাড়ির মালিকরা ঘর ছেড়ে দেওয়ার জন্য বারবার তাগিদ দিচ্ছেন। অনেক দোকানমালিক বকেয়া টাকা পরিশোধ না করায় বাকি দিচ্ছেন না। আমরা এক মাসের বেতন না পাওয়ায় বিভিন্ন দিক দিয়ে মানবেতর জীবন যাপন করছি। আমাদের কথা সরকার, মালিক, কারখানা কর্তৃপক্ষ কেউ ভাবতে চায় না। অথচ আমরাই মেশিনের চাকা ঘুরিয়ে উপার্জন করে দিই মালিকদের। মালিকেরা বিদেশে মালামাল রফতানি করে টাকা উপার্জন করেন। আমাদের কষ্টের কথা তারা ভাবলে আজকে রাস্তা অবরোধ করে বসে থাকতে হতো না।

শিল্পপুলিশ জানায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানায় ৪১ হাজার কর্মী রয়েছেন। এর মধ্যে আরএমজি কারখানার শ্রমিকরা সপ্তাহখানেক ধরেই সড়ক অবরোধ করে অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছেন।

সকাল ৯টায় কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনজুরুল ইসলাম বলেন, বেক্সিমকো কারখানার শ্রমিকরা সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। বিকল্প পথে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে কথা বলতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি।

  • ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক
  • বেক্সিমকো
  • শ্রমিক বিক্ষোভ
  • #