নওগাঁয় প্রকাশ্যে কুপিয়ে হত্যা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ সপ্তাহ আগে
প্রতীকী ছবি

নওগাঁর শহরের সুলতানপুর মহল্লায় নজরুল ইসলাম নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। জমি নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ডর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার (২০ নভেম্বর) এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায় , বাড়ির পাশে একটি জমির সীমানা নিয়ে প্রতিবেশী মান্নানের সঙ্গে নজরুলের দীর্ঘদিনের দ্বন্দ্ব। বুধবার সকালে মান্নান নজরুলের রোপণ করা কয়েকটি আমগাছ কাটলে এ নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে মান্নান ধারালো ছুরি-বটি দিয়ে নজরুলকে কুপিয়ে পালিয়ে যান। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে নজরুল মারা যান।

নিহত নজরুলের বোন আঞ্জুয়ারা অভিযোগ করে বলেন, দ্বন্দ্বের জেরে মান্নান ও তার পরিবারের লোকজন প্রায়ই নজরুলকে হত্যার হুমকি দিতেন। সেই উদ্দেশ্য থেকে তারা পরিকল্পিতভাবে ঝগড়ায় জড়িয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। আমি এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চাই।

খবর পেয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আব্দুল মান্নান, নওগাঁ সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ নিহতের মরদেহ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যার ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের করা হবে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনি পদক্ষেপ নেওয়া হবে।

  • নওগাঁ
  • হত্যা
  • #