ধামরাইয়ে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

ঢাকার ধামরাইয়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। বুধবার (২০ নভেম্বর) রাতে কালামপুর-কাওয়ালীপাড়া শাখা সড়কের খাগুরতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাতে খাগুরতা এলাকায় কালামপুরগামী একটি দ্রুতগতির ইটবাহী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা শ্রমিকবাহী বাসের সংঘর্ষ হয়।

এ সময় বাসের যাত্রীসহ অন্তত ১৫ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করলে চার জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

নিহতদের সবাই ধামরাইয়ের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক বলে জানিয়েছে পুলিশ।

  • ধামরাই
  • নিহত
  • বাস-ট্রাক
  • সংঘংর্ষ
  • #