খালিয়াজুরীতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ সপ্তাহ আগে
প্রতীকী ছবি

নেত্রকোনার খালিয়াজুরীতে যুগান্তরের উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম তালুকদারের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে আটটার দিকে খালিয়াজুরী উপজেলা প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিক শফিকুল ইসলাম তালুকদারসহ কয়েকজন সাংবাদিক উপজেলা প্রেস ক্লাবের সামনে বুধবার রাত সাড়ে আটটার দিকে একটি চায়ের স্টলে বসে কথা বলছিলেন। এ সময় কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী এসে তার মাথা এবং শরীরে এলোপাতারি কোপাতে থাকে। পরে স্থানীয়রা আহত সাংবাদিক শফিকুল ইসলাম তালুকদারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন তালুকদার বলেন, আমি সারাদিন জেলা সদরে ছিলাম। হামলার ঘটনা শুনিনি। খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

নেত্রকোনার পুলিশ সুপার মো. সায়েম আহমেদ বলেন, ঘটনার খোঁজ নিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • খালিয়াজুরী
  • নেত্রকোনা
  • সন্ত্রাসী হামলা
  • সাংবাদিক
  • #