পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৮

: আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার (কেপি) কুররামের নিম্নাঞ্চলে যাত্রীবাহী গাড়ি লক্ষ্য করে চালানো বন্দুক হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন নারী। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

আহমদ শামা পুলিশ স্টেশনের কর্মকর্তা কালিম শাহ সংবাদমাধ্যম ডনকে জানিয়েছেন, যাত্রীবাহী দুটি গাড়িবহরে হামলা হয়েছে। একটি পেশোয়ার থেকে পারাচিনার এবং অন্যটি পারাচিনার থেকে পেশোয়ারে যাত্রী নিয়ে যাচ্ছিল। ওই দুটিতে গাড়িতে গুলি চালায় বন্দুকধারীরা।

হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। তিনি বলেন, আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। গুরুতর কয়েকজনকে পেশোয়ারে স্থানান্তর করা হয়েছে।

কেপি প্রধান সচিব নদিম আসলাম চৌধুরী রয়টার্সকে জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

কেপি মুখ্যমন্ত্রী আলি আমিন গন্ডাপুর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে। সেই সঙ্গে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি।

  • পাকিস্তান
  • #