চীনে হাজার টনেরও বেশি মজুদ সোনার খনির সন্ধান

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

চীনের হুনান প্রদেশের পিংজিয়াং জেলার ওয়াঙ্গু গ্রামে একটি বৃহৎ সোনার খনির সন্ধান মিলেছে। এই খনির খোঁজ এবং এর বিশাল সোনার মজুদ চীনের স্বর্ণ শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

খনিটির গভীরতা ২০০০ মিটার পর্যন্ত বিস্তৃত, যেখানে প্রায় ৪০টিরও বেশি সোনার আকরিক ধমনির সন্ধান পাওয়া গেছে। এসব ধমনিতে জমাট সোনা রয়েছে, যা পৃথিবীর ভূত্বকের ফাটল দিয়ে গরম লাভা প্রবাহিত হয়ে গঠিত হয়েছে। খনির আবিষ্কারক দলের অন্যতম সদস্য চেন রুলিন জানিয়েছেন, প্রতি টন আকরিক থেকে গড়ে ১৩৮ গ্রাম বিশুদ্ধ সোনা উত্তোলন সম্ভব।

চীনের ভূতত্ত্ববিদ ও খনি বিশেষজ্ঞরা জানান, নতুন এ খনিটির ৩ হাজার মিটার গভীরতার মধ্যে মজুত রয়েছে উচ্চমানের ১ হাজার টনেরও বেশি স্বর্ণ। এই স্বর্ণের বর্তমান বাজারমূল্য ৬০ হাজার কোটি ইউয়ান বা ৮ হাজার ৩০০ কোটি ডলার।

খনিটি থেকে এরই মধ্যে শুরু হয়েছে স্বর্ণ উত্তোলন। খনির আবিষ্কারক দলের পক্ষ থেকে সিনহুয়াকে জানানো হয়, খনিটির যেকোনো পাথর ভাঙা মাত্র সেটির ভেতরে স্বর্ণের ভেইনস দেখা যাচ্ছে। এর প্রতি টন আকরিকে গড়ে ১৩৮ গ্রাম উচ্চমানের স্বর্ণ মিলছে।

চেন রুলিন আরও বলেন, খনিটির ৩০০০ মিটার গভীরতায় মজুদ রয়েছে উচ্চমানের ১০০০ টনেরও বেশি সোনা। এর বর্তমান বাজারমূল্য আনুমানিক ৮০ বিলিয়ন ডলারের বেশি। ইতোমধ্যে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে খনি থেকে সোনা উত্তোলনের কাজ শুরু হয়েছে।

সূত্র : সিজিটিএন
  • চীন
  • সন্ধান
  • সোনার খনি
  • #