কাওরান বাজারে ডেইলি স্টার পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে ‘বাংলাদেশের জনগণ’ নামে একটি সংগঠনের ব্যানারে কর্মসূচি পালিত হচ্ছে। এসময় বিক্ষোভকারীরা ভারতীয় আগ্রাসনে ডেইলি স্টার ও প্রথম আলো পত্রিকা দুটি সহায়তা করছে বলে অভিযোগ করেন।
শুক্রবার (২২ নভেম্বর) জুমার নামাজের পর এই কর্মসূচি শুরু হয়। অবশ্য প্রতিরোধ কর্মসূচির আগে থেকেই ডেইলি স্টার ও প্রথম আলোর সামনে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
ডেইলি স্টারের কার্যালয়ের সামনে গিয়ে দেখা গেছে, গণঅধিকার পরিষদের নেতা তারেকের নেতৃত্বে ডেইলি স্টারের সামনের ফুটপাতে একদল অবস্থান নিয়েছে। তাদের ব্যানারে লেখা রয়েছে ‘ভারতীয় আগ্রাসন প্রতিরোধে প্রথম আলো-ডেইলি স্টারের জিয়াফত, জোড়া গরু জবেহ’।
প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়াদের দাবি- ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করছেন। ডেইলি স্টার ও প্রথম আলো ভারতীয় আগ্রাসনে সহায়তা ও শাহবাগী বয়ান তৈরিতে প্রত্যক্ষ ভূমিকা রাখছে বলে তারা দাবি করেন। এজন্য তারা ডেইলি স্টারের সামনে এই কর্মসূচি পালন করছেন।
একই সঙ্গে প্রতিবাদে অংশ নেওয়াদের দাবি- ডেইলি স্টার ও প্রথম আলো বাংলাদেশের ধর্মপ্রাণ মুসল্লিদের জঙ্গি বানানোর কারিগর হিসেবে কাজ করে