কুমিল্লয় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মাহমুদুল হাসান।
এর আগে এদিন দুপুরে জেলার আদর্শ সদর উপজেলার জগনাথপুর ইউনিয়নের জগনাথ মন্দির এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল চার রাউন্ড কার্তুজসহ সন্ত্রাসী আল আমিনকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। সে কুমিল্লা নগরীর সংরাইশ এলাকার মো. ইদু মিয়ার ছেলে।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, আমরা দীর্ঘদিন ধরে র্যাব-১১সহ আল-আমিনকে গ্রেপ্তারের চেষ্টা করছি। অবশেষে যৌথবাহিনীর অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।