ছাত্র আন্দোলনের কমিটি গঠনের সভায় মারামারি, আহত ৬

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন বিষয়ক সভায় দুই পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। শনিবার (২৩ নভেম্বর) বিকেলে জেলা শহরের গভ. মডেল গার্লস হাই স্কুল মাঠে এ ঘটনা ঘটে। কমিটি গঠন নিয়ে তৌসিফ ও ফয়সালের পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়েছে।

আহতদের মধ্যে ফয়সাল (২৬) ও বোরহান উদ্দিন (২১) নামের দুই শিক্ষার্থী বেশি আঘাত পেয়েছেন। আহত ফয়সালকে গুরুতর অবস্থায় ঢাকায় রেফার করা হয়েছে। তাঁর মাথার খুলির হাড় ভেঙে গেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। আহত অন্য পাঁচজনের মধ্যে ৩ জন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে (জেলা সদর হাসপাতাল) চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকি দুজনকে হাসপাতালে ভর্তি দেওয়া হলেও তাঁরা ভর্তি হননি।

আহতদের প্রথমে তাদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জানান, কমিটি গঠনের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী শনিবার বিকেলে গভ. মডেল গার্লস হাই স্কুল মাঠে সভার আয়োজন করা হয়। সভার এক পর্যায়ে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতিতে রূপ নিলে ওই দুজন আহত হন। তবে এ ঘটনার বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কেউই গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

হাসপাতালের আবাসিক চিকিৎসক সুমন ভূইয়া বলেন, আহত ৬ জন হাসপাতালে চিকিৎসা নিতে আসে। এর মধ্যে ফয়সালের অবস্থা গুরুতর। তাঁর মাথা, চোখ ও কপালে আঘাত লেগেছে। সিটিস্ক্যানে মাথার খুলির হাড় ভাঙা দেখা গেছে। সে কারণে তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া আরও ২ জনকে হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছিল। তারা হাসপাতালে ভর্তি হয়নি। অন্য ৩ জন চিকিৎসা নিয়ে চলে গেছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনো কোনো পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়নি।

  • কমিটি গঠন
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  • ব্রাহ্মণবাড়িয়া
  • সংঘংর্ষ
  • #