চাকরির বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজধানীর শাহবাগ এলাকায় জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা।

রবিবার (২৪ নভেম্বর) দুপুরে আন্দোলনকারীরা বিচ্ছিন্নভাবে শাহবাগে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের দাঁড়াতে দেয়নি। এরপর আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাজু ভাস্কর্যের দিকে এগুলোতে থাকেন। তারা জানিয়েছেন, রাজু ভাস্কর্য গিয়ে তারা সমাবেশ করবেন।

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩২ এর প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে আন্দোলনকারীরা জানান, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫, শর্তসাপেক্ষে উন্মুক্ত এবং আবদুল মুয়িদ চৌধুরীর কমিটির সুপারিশ বাস্তবায়ন করতে হবে।

গত ২৪ অক্টোবর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর করার সিদ্ধান্ত হয়। পরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

  • চাকরি
  • বয়সসীমা
  • শাহবাগে
  • #