জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় জড়িত রিকশাচালককে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে রেজিস্ট্রার ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে সবধরনের ক্লাস পরীক্ষা বর্জন করেছেন তারা।
রবিবার (২৪ নভেম্বর) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে জড়ো হয়ে মিছিল নিয়ে গিয়ে রেজিস্ট্রার ভবন তালাবদ্ধ করে দেয় শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নতুন কলা ভবনের সামনে রিকশার ধাক্কায় আহত হন আফসানা করিম রাচি। এরপর এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।