নেত্রকোনার কেন্দুয়ায় পারিবারিক কলহের জেরে মামার হাতে ভাগ্নে হারুন মিয়া (৩০) খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার মাসকা ইউনিয়নের কান্দা পাড়া গ্রামে। নিহত হারুন মিয়া কান্দাপাড়া গ্রামের রইছ উদ্দিনের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (২৩ নভেম্বর) বিকেলের দিকে নিহত হারুন তার মামাতো ভাইদের সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে পারিবারিক দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। খবর শুনে হারুনের আপন মামা আব্দুল হক তার ছেলেদের নিয়ে তার বাড়িতে এসে এলোপাতাড়ি হামলা চালিয়ে ভাগ্নেকে গুরুতর আহত করেন।
পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক হারুনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে স্থানান্তর করেন। সেখানে সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মরদেহ এখন ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রাখা আছে। ময়নাতদন্ত রিপোর্ট এবং পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।