জাতিসংঘের দশম অ্যালায়েন্স অব সিভিলাইজেশনস (ইউএনএওসি) গ্লোবাল ফোরামে যোগ দিতে পর্তুগাল সফরে গেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন
রবিবার (২৪ নভেম্বর) সকালে ঢাকা ত্যাগ করেন তিনি। আগামী ২৫ থেকে ২৭ নভেম্বর উপকূলীয় শহর ক্যাসকেসে ওই ফোরাম অনুষ্ঠিত হবে।
স্পেন ও তুরস্কের পৃষ্ঠপোষকতায় ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং পর্তুগিজ প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সোসা বক্তব্য দেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ফোরামে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি ফোরামে ‘ইউনাইটেড ইন পিচ : রিস্টোরিং ট্রাস্ট রিসহেপিং দ্য ফিউচার রিফ্লেক্টটিং অন টু ডিকেডস অব ডায়ালগ ফর হিউমিনিটি’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেবেন।