নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি অনুষ্ঠানের অতিথি তালিকায় নাম না থাকাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবসদী এলাকায় রোববার (২৪ নভেম্বর) বেলা ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ সংঘর্ষ চলে বলে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান।
এ ঘটনায় আহতরা হলেন আমির হোসেনের ভাতিজা সাব্বির হোসেন, হাবিবুর রহমান, কাউসার আহমেদ, মো. জামাল, মাসুম শিকারির অনুসারী বিএনপি নেতা মো. দেলোয়ার, মো. মাসুদ, রুবেল শিকারি ও মো. সামাদ। তাদের মধ্যে সাব্বির, দেলোয়ার ও মাসুদকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে আমির হোসেন জানিয়েছেন।
মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম শিকারি ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আমির হোসেনের সমর্থকদের মধ্যে এ সংষর্ষ হয় বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন।
এ সময় উভয়পক্ষের লোকজনের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয়পক্ষের লোকজন বিএনপির ঢাকা বিভাগীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের অনুসারী বলে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা বলছে, শ্রীনিবাসদী ফ্রেন্ডস ক্লাবের’ উদ্যোগে সোমবার মাহমুদপুর ইউনিয়ন পরিষদের একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবার কথা ছিল। এ উপলক্ষে একটি মঞ্চও তৈরি করা হয়েছে। খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয়েছে নজরুল ইসলাম আজাদকে। কিন্তু মঞ্চে সাঁটানো ব্যানারে অতিথির তালিকায় কোথাও আমির হোসেনের নাম ছিল না। এ নিয়ে আমিরের লোকজনের সঙ্গে মাসুম শিকারির লোকজনের তর্কবিতর্ক হয়। পরে তা সংঘর্ষে গড়ায়।
আড়াইহাজার থানার ওসি এনায়েত বলেন, ফুটবল খেলা নিয়ে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের লোকজন আহত হয়েছে। ইউনিয়ন বিএনপির সভাপতিসহ তার অনুসারীদের বাড়িঘরও ভাঙচুর হয়েছে। খবর পেয়ে পুলিশ এলাকায় গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরিস্থিতি মোকাবেলায় এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে জানিয়ে এ তিনি বলেন, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেননি। পেলে মামলা হবে।