ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা বন্ধে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের বিষয়টি বিকেলের মধ্যেই চেম্বার আদালতে উঠবে। তাই বিকেল পর্যন্ত রিকশাচালকদের অপেক্ষা করতে বলেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সোমবার (২৫ নভেম্বর) সকালে ডিএমপির হেডকোয়ার্টারে ব্যাটারিচালিত রিকশাচালক, মালিক, গ্যারেজ মালিক ও রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে ডিএমপি কমিশনার এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, চাঁদাবাজি বন্ধ করা আমার দায়িত্ব, ‘আমার হাতে আছে। যারা চাঁদাবাজি করে একটা লিস্ট করে আমার কাছে নিয়ে আসেন। স্যার বলা দরকার নাই, ভাই বলে আমাকে জানান এই এই জায়গায় চাঁদাবাজি হইতেছে। ওইটাকে আমি আটকায় দিচ্ছি। কোনো চাঁদাবাজি হবে না। শ্রমিকের কষ্টের টাকা আপনি (চাঁদাবাজ) খাবেন এইটা হবে না। আর আমার পুলিশ যদি এই ধরনের চাঁদাবাজি বা এই ভাগ খায় ওইটারে আমি জবাই করব, একদম জবাই করব।’
তিনি আরও বলেন, বিকেল ৪টার পর রায় হলে আপনারা লিয়াজোঁ কমিটি করে আমাদের জানান, তারপর আপনাদের সঙ্গে আবার কথা বলবো। আমার এখন আর কিছু বলার সুযোগ নেই। রায় পর্যন্ত অপেক্ষা করতে হবে।
সভায় রিকশা-ভ্যানে চাঁদাবাজি প্রসঙ্গে ইউনিয়নের নেতারা অভিযোগ করলে শেখ মো. সাজ্জাত আলী বলেন, আপনারা পাড়া-মহল্লায় কমিটি করেন, সেখানে আমার থানার ওসি থাকবে। যদি কোনো ওসি আপত্তি করেন, তবে সে নাই হয়ে যাবে। আমি চাঁদাবাজির বিপক্ষে। চাঁদাবাজির ঘটনায় যদি আমার বাহিনীর কেউ জড়িত থাকে, তবে সেটা আমার নজরে আনেন।
তিনি বলেন, মামলাযোগ্য কোনো ঘটনায় যদি ডিএমপির কোনো থানার ওসি মামলা না নেয় বা টালবাহানা করে তবে সেটা আমাকে জানান। আমি ওই ওসিকে সরিয়ে দেব।