শাহবাগে সনাতন ধর্মাবলম্বীদের সমাবেশে হামলার অভিযোগ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষচিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে  গ্রেপ্তারের খবরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ের সামনে বিক্ষোভের পর শাহবাগে জড়ো হয়ে প্রতিবাদ জানিয়েছেন ভক্তরা। শাহবাগ মোড় অবরোধ করে সমাবেশ করা অবস্থায় সনাতন ধর্মালম্বীদের উপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সনাতন ধর্মাবলম্বীরা শাহবাগ মোড়ে অবরোধ করে দুই ঘণ্টার আল্টিমেটাম দিয়ে চিন্ময় দাশকে মুক্তির দাবি জানায়। কিছু লোক তাদের অবরোধ ছেড়ে দিতে বললেও তারা অবরোধ জারি রেখে চিন্ময় দাশের মুক্তির স্লোগান দিতে থাকে। এসময় ফুলের দোকানের সামনে থেকে একদল লোক লাঠি ও প্লাস্টিকের পাইপ নিয়ে হামলা শুরু করে।

এসময় কিছুক্ষণ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা শাহবাগ এলাকায় আসে। রাত সাড়ে ৯টার দিকে আওয়ামী লীগের কর্মী সন্দেহে তিনজনকে পিটিয়ে পুলিশে দিয়েছে বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।

এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, হামলার বিষয়ে আমাদের জানা নেই। তাছাড়া এমন অভিযোগও কেউ করেনি। কিছু লোক রাস্তা আটকিয়ে অবরোধ করেছিল। তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে- এতটুকু জানি।

  • অভিযোগ
  • শাহবাগ
  • সনাতন ধর্মাবলম্বী
  • সমাবেশ
  • হামলা
  • #