‘অর্থনীতিতে মন্দার আশঙ্কা!’

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ মাস আগে
ছবি : ওয়াহিদউদ্দিন মাহমুদ

দেশে নতুন বিনিয়োগ না বাড়লে অর্থনীতিতে মন্দা দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা।

বর্তমান অস্থির পরিস্থিতিতে হতাশা প্রকাশ করে তিনি বলেছেন, রাজনৈতিক ও শ্রমিক অস্থিরতা, ব্যাংক ঋণের সুদের হার বৃদ্ধির কারণে নতুন বিনিয়োগ হচ্ছে না। সব মিলিয়ে সময়টা ভালো ঠেকছে না। এই পরিস্থিতিতে সরকারি উন্নয়ন ব্যয় বাড়াতে না পারলে দেশে অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, রাজনৈতিক অনিশ্চয়তার কারণে, বিশৃঙ্খলার কারণে বেসরকারি খাতে উৎপাদন যা আছে, সেখানে স্থবিরতা দেখা যাচ্ছে। গার্মেন্ট খাতে স্থবিরতা আছে। বেসরকারি খাতে বিনিয়োগ নাইই। তার ওপর সুদের হার অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। তাতে করে উদ্যোক্তারা উৎসাহিত হচ্ছেন না নতুন বিনিয়োগের ব্যাপারে। সেক্ষেত্রে বেসরকারি খাতে নতুন বিনিয়োগ হচ্ছে না, অন্য দিকে সরকারি উন্নয়ন ব্যয়ও যদি না বাড়ে তাহলে তো অর্থনীতির মন্দা অবস্থা তৈরি হবে।

এই পরিস্থিতিতে সরকার কী করবে- এ প্রশ্নের উত্তরে পরিকল্পনা উপদেষ্টা বলেন, এর জন্য নতুন ‘উদ্ভাবনী ও মানব সম্পদের উন্নয়নের জন্য দ্রুত সময়ের মধ্যে নতুন প্রকল্প তৈরির কথা চিন্তা করছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলে সব উপদেষ্টাকে চিঠি দেবেন বলেও জানান তিনি।

তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নের ধীরগতি কাটিয়ে বাস্তবায়ন বাড়ানোতে তাগিদ দেওয়া হবে। প্রকল্পকে দুর্নীতিমুক্ত রাখতে চেষ্টা অব্যাহত থাকবে বলেও প্রতিশ্রুতি দেন উপদেষ্টা।

পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, ক্ষমতা গ্রহণের পর প্রথমে এসে যাচাই–বাছাই করে প্রকল্প পাসের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে প্রকল্পপ্রবাহ কমেছে। প্রকল্প বাস্তবায়নে একধরনের ধীরগতি আছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম চার মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাত্র ৮ শতাংশ বাস্তবায়িত হয়েছে।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ডে কিছুটা স্থবিরতা আছে। মূল্যস্ফীতির হার বেশি। জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে, এটা অস্বীকার করার উপায় নেই। মূল্যস্ফীতি সাধারণ মানুষের জীবনকে ব্যাহত করছে। গ্রামগঞ্জের দোকানপাটে বেচাকেনা কম হচ্ছে। মানুষের আয়-ব্যয় সংকুচিত হয়েছে।

আগামী বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়বে বলে জানান ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, শিক্ষা খাতে বরাদ্দ শুধু অবকাঠামো খাতে নয়; শিক্ষা সরঞ্জামাদি ও গবেষণায় বরাদ্দ বাড়ানো হবে।

ঢাকার শেরে বাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

  • অর্থনীতি
  • আশঙ্কা
  • মন্দা
  • #