শিক্ষার সুষ্ঠু পরিবেশ চাইলেন নটর ডেম কলেজের অধ্যক্ষ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান অস্থিরতার প্রেক্ষিতে শিক্ষার শান্তিময় ও সুষ্ঠু পরিবেশ চেয়েছে রাজধানীর নটর ডেম কলেজ। সোমবার কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা নটর ডেম পরিবার দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান অস্থিরতা, বিশৃঙ্খলা এবং হামলা-প্রতিহামলার ঘটনার জন্য গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করছি। আমরা একটি সুন্দর ও শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ কামনা করি, যেখানে আমাদের শিক্ষার্থীরা নির্বিঘ্নে সুষ্ঠুভাবে শিক্ষা গ্রহণ করতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত কয়েকদিনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনাগুলো দ্রুত ও শান্তিপূর্ণভাবে সমাধান প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট সকল পক্ষ এবং দায়িতপ্রাপ্ত ব্যক্তিদের দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা অত্যন্ত জরুরি।

  • অধ্যক্ষ
  • নটর ডেম কলেজ
  • শিক্ষা
  • সুষ্ঠু পরিবেশ
  • #