সেন্ট গ্রেগরিস স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

হামলা ও ভাঙচুরে কারণে পুরান ঢাকার সেন্ট গ্রেগরিস স্কুল অ্যান্ড কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার (২৫ নভেম্বর) কলেজের অধ্যক্ষ ফাদার প্লাসিড পিটার রিবেরু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত বিদ্যালয়ের মর্নিং শিফট, ডে শিফট ও কলেজ শাখার সকল প্রকার ক্লাস, পরীক্ষা ও অফিস কার্যক্রম বন্ধ থাকবে। বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মেরামতের কাজ অতীব জরুরি এবং সময়সাপেক্ষ। সবকিছু অনুকূলে আসার সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের কার্যক্রম যথারীতি শুরু হবে।

পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেলে মাহাবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হাওলাদারের মৃত্যুর ঘটনায় রোববার ঘেরাও কর্মসূচি দেওয়া হয়েছিল। পূর্বঘোষিত সেই ‘সুপার সানডে’ কর্মসূচির মধ্যে ঢাকা ন্যাশনাল মেডিকেল ও পাশের সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর চালায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা।

সেন্ট গ্রেগরিসের শিক্ষার্থীরাও ওই হামলায় জড়িত ছিল অভিযোগ তুলে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা সন্ধ্যায় সেন্ট গ্রেগরিসে হামলা চালায়। তারা শ্রেণিকক্ষ, অধ্যক্ষের রুমের দরজা, শিক্ষকরুমসহ প্রায় ৪০টি কক্ষে ভাঙচুর করে। কলেজের দ্বিতীয় তলায় একটি কক্ষে তারা আগুন ধরিয়ে দেয়। কলেজের নিরাপত্তাকর্মী নাজমুল হক ও সুমন গোমেজকে সে সময় মারধরও করা হয়।

অধ্যক্ষ পিটার রিবেরু বলেন, দুইদিন ধরে যে সংঘর্ষ চলছে সেটা থেকে আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে আমরা ক্লাস পরীক্ষা স্থগিত রেখেছি। তাছাড়া গত দিনের হামলায় আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা ঠিকঠাক করতেও সময় প্রয়োজন। তবে আমরা এই সপ্তাহ পর্যবেক্ষণ করব। যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে তবে পরবর্তী সপ্তাহ থেকে বিদ্যালয় খুলে দেওয়া হবে।

  • বন্ধ. ঘোষণা
  • সেন্ট গ্রেগরিস স্কুল
  • #