বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমের বহরে থাকা একটি প্রাইভেটকারে ধাক্কা দিয়েছে পণ্যবাহী ট্রাক। এতে প্রাইভেটকারের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে সেটিতে হাসনাত ও সারজিস ছিলেন না।
বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের চুনতি এলাকার হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে দাফন ও কবর জিয়ারত শেষে ফেরার পথে একটি পণ্যবাহী ট্রাকের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা।
তিনি বলেন, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম ওই গাড়িতে ছিলেন না। তবে গাড়িটি তাদের বহরের সঙ্গে ছিল। সংঘর্ষের পর সেটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কেউ আহত হননি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় লোহাগাড়ার চুনতি এলাকার পারিবারিক কবরস্থানে আইনজীবী সাইফুল ইসলামকে দাফন করা হয়। পরে কবর জিয়ারত করেন হাসনাত, সারজিস ও তাদের সহযোগীরা। সন্ধ্যায় চুনতি গ্রাম থেকে প্রাইভেটকারযোগে তারা চট্টগ্রামে ফিরছিলেন। হাজী রাস্তার মোড়ে পৌঁছালে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় তাদের বহরের একটি প্রাইভেটকারের সামনের অংশ ভেঙে যায়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাসনাত ও সারজিসকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে। তারা সুস্থ আছেন। তাদের বহরের একটি প্রাইভেটকার দুর্ঘটনার শিকার হয়েছে। কেউ হতাহত হয়নি।
লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মোমেন বলেন, প্রাইভেটকারকে ধাক্কা দেওয়া ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকচালক মজিবর রহমানকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।