বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

বকেয়া বেতনের দাবিতে সাভারের আশুলিয়ায় টানা দ্বিতীয় দিনের মতো নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন দুটি কারখানার শ্রমিকেরা। এতে সড়কটির দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। বুধবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) পুরোনো অংশের মূল ফটকে অবস্থান নিয়ে বিভিন্ন কারখানার শ্রমিকদের ভেতরে ঢুকতে দেননি তারা।

এ সময় শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ ছাড়া সমস্যার সমাধানে ডিইপিজেডের ভেতরে আন্দোলনরত শ্রমিকদের প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিক্ষোভকারী শ্রমিকেরা বলেন, চার বছর আগে শ্রমিকদের বেতন বকেয়া রেখে ডিইপিজেড এলাকায় বন্ধ হয়ে ‍যায় ‘লেনী ফ্যাশনস’ ও ‘লেনী অ্যাপারেলস’ নামের দুই কারখানা। কারখানা দুটির শ্রমিকদের বকেয়া পরিশোধের জন্য ইতিমধ্যে একটি কারখানা বিক্রি করে দেয় বেপজা। সেই অর্থ ব্যাংকে জমা থাকলেও শ্রমিকদের বকেয়া এখনো পরিশোধ করা হয়নি। বকেয়া বেতনের দাবিতে ওই দুই কারখানার শ্রমিকেরা গতকাল মঙ্গলবার সকাল থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডিইপিজেডের সামনের অংশ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে রাত ৯টার দিকে মহাসড়ক ছেড়ে তারা ডিইপিজেডের ফটকে অবস্থান নেন। সেখানে গতকাল সারা রাত অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

পরে আজ সকালে তাদের সঙ্গে আরও শ্রমিক যোগ দিয়ে ডিইপিজেডের মূল ফটকসংলগ্ন মহাসড়কেও অবস্থান নেন। সকালে পুরোনো ডিইপিজেডের বিভিন্ন কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিতে ফটকের সামনে গেলে তাদের বাধা দেন বিক্ষোভকারী শ্রমিকেরা। পরে কারখানায় ঢুকতে না পেরে শ্রমিকেরা ফিরে যান।

এ ব্যাপারে বেপজার নির্বাহী পরিচালক (জনসংযোগ) আনোয়ার পারভেজ গণমাধ্যমকে বলেন, কারখানা বিক্রির পদ্ধতি, আইনি প্রক্রিয়া এবং বকেয়া পরিশোধের পদ্ধতির বিষয়টি তাদের জানানো হচ্ছে। তাদের আশ্বস্ত করা হচ্ছে, যখনই লেনী ফ্যাশন কারখানাটি বিক্রি করা সম্ভব হবে, দ্রুত সময়ের মধ্যে তাদের পাওনা পরিশোধ করা হবে।

এদিকে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করায় যানবাহনগুলো বিকল্প সড়ক ব্যবহার করে চলাচল করছে বলে জানিয়েছেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সওগাতুল আলম। তিনি বলেন, শ্রমিকেরা ডিইপিজেডের সামনে মহাসড়ক অবরোধ করে রাখায় ওই সড়ক ব্যবহারকারী যানবাহনগুলো নবীনগর থেকে ধামরাই-ঢুলিভিটা হয়ে কালিয়াকৈরের দিকে যাচ্ছে। অপর পাশ থেকে আসা পরিবহনগুলো চন্দ্রা থেকে ওয়ালটনের সামনে দিয়ে ধামরাই-ঢুলিভিটা হয়ে ঢাকার দিকে যাচ্ছে।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন, ডিইপিজেড কর্তৃপক্ষ শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন। আশা করছি, বৈঠকের মধ্য দিয়ে সমস্যা সমাধানে উপায় বের হয়ে আসবে। আমরাও শ্রমিকদের বোঝানোর চেষ্টা অব্যাহত রেখেছি।

  • অবরোধ
  • দাবি
  • নবীনগর-চন্দ্রা মহাসড়ক
  • বকেয়া বেতন
  • #