বাংলাদেশ নিয়ে কেন্দ্রের অবস্থানের পাশেই তৃণমূল

: আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

সংসদের বাইরে অভিষেককে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়ে দলের অবস্থান জানিয়েছেন। বাংলাদেশের ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলেও মন্তব্য করেছেন।

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারত সরকার যা অবস্থান নেবে, তাকেই সমর্থন করবে তৃণমূল। সংসদের বাইরে দাঁড়িয়ে বুধবার এমনটাই জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলেও মন্তব্য করেছেন তিনি। হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারিকে কেন্দ্র করে বাংলাদেশের পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। সে দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং চিন্ময়কৃষ্ণের গ্রেফতারি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লিও। সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত করতে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারকে অনুরোধ করা হয়েছে। চিন্ময়কৃষ্ণের গ্রেফতারির প্রতিবাদ দেখা গিয়েছে পশ্চিমবঙ্গের মাটিতেও। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবার বাংলাদেশের উপদূতাবাসে এই সংক্রান্ত স্মারকলিপি জমা দিয়েছেন।

সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দিতে অভিষেক এখন দিল্লিতে। অধিবেশন শেষে বাংলাদেশ নিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে অভিষেক বলেন, ‘এটা বিদেশের ব্যাপার। এটা নিয়ে আমরা কোনও মন্তব্য করব না। তবে তৃণমূলের অবস্থান এ বিষয়ে খুব স্পষ্ট। বিদেশে এই ধরনের কোনও ঘটনা ঘটলে ভারত সরকার যে অবস্থান নেবে, তৃণমূল তাকে সমর্থন করবে। বাংলাদেশে যা হয়েছে, তা দুর্ভাগ্যজনক।’

সূত্র : আনন্দবাজার

  • তৃণমূল কংগ্রেস
  • বাংলাদেশ ইস্যু
  • #