চট্টগ্রামে আইনজীবী হত্যা : পুলিশের ডিসির পরে কোতোয়ালি থানার ওসিকেও বদলি

:
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনার পর নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরীকেও বদলি করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁকে বদলির আদেশ দেন নগর পুলিশ কমিশনার। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) কাজী তারেক আজিজ  বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ঘটনার দিন গত মঙ্গলবার নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) লিয়াকত আলীকে বদলি করা হয়েছিল।

রাষ্ট্রদ্রোহ মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশের পর  গত মঙ্গলবার চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করে সনাতনী সম্প্রদায়ের লোকজন। বেলা সোয়া ১২টা থেকে পৌনে ৩টা পর্যন্ত বিক্ষোভের পর পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে চিন্ময় দাশকে কারাগারে নিয়ে যায়। বিক্ষোভকারীরা এ সময় আদালত সড়কে রাখা বেশ কিছু মোটরসাইকেল ও যানবাহন ভাঙচুর করে।

এরপর আদালতের সাধারণ আইনজীবী ও কর্মচারীরা মিলে তাদের ধাওয়া করে। এ সময় উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে রঙ্গম কনভেনশন হল সড়কে সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবীকে নিহত হন।

তবে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) কাজী তারেক আজিজ দাবি করেছেন, তাঁরা পেশাদারি ও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছেন। দায়িত্বে কোনো গাফিলতি করেননি।

এর আগে ঘটনার দিন রাতেই দক্ষিণ জোনের উপকমিশনার লিয়াকত আলী খানকে বদলি করে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে নেওয়া হয়। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স একটি প্রতিবেদনে তাঁকে উদ্ধৃত করে মন্তব্য ছাপায়, যা বিতর্কের সৃষ্টি করে। লিয়াকতের সঙ্গে কথা না বলেই রয়টার্সে প্রতিবেদনটি করা হয় বলে নগর পুলিশের এক বিবৃতিতে জানানো হয় গণমাধ্যমে। পরে সেই মন্তব্য সরিয়ে নেয় আন্তর্জাতিক গণমাধ্যমটি।

পুলিশ সূত্র জানায়, ফজলুল কাদের চৌধুরীর স্থলে নগর পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আবদুল করিমকে কোতোয়ালি থানার নতুন ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। একই আদেশে কোতোয়ালির ওসি ফজলুল কাদের চৌধুরীকে ডিবি বন্দরে বদলি করা হয়েছে।

চট্টগ্রাম নগরের আদালত ভবন, জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার কার্যালয়, রাজনৈতিক দলের কার্যালয় থাকায় নানা কারণে কোতোয়ালি থানা এলাকাটি গুরুত্বপূর্ণ।

  • আইনজীবী হত্যা
  • ওসি
  • চট্টগ্রাম
  • পুলিশের ডিসি
  • বদলি
  • #