সুইডেন আওয়ামী লীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ মাস আগে

বাংলাদেশে ৫ আগস্ট পরবর্তী আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নির্যাতন, হত্যাকাণ্ড, বাড়িঘরে লুটপাট-অগ্নিসংযোগ-ভাঙচুর এবং আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাসহ লাখ লাখ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে স্টকহোমে বিক্ষোভ সমাবেশ করেছে সুইডেন আওয়ামী লীগ। স্টকহোমের সিস্তার হলে শুক্রবার (২৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপিয়ান আওয়ামী লীগ এর সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

ইউরোপিয়ান আওয়ামী লীগ এর সভাপতি এম নজরুল ইসলাম এসময় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে টেলি কনফারেন্সে যুক্ত করেন। এ সময় শেখ হাসিনা নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ইউনূস সরকারের সকল অপকর্ম বিশ্ববাসীর কাছে তুলে ধরতে হবে  সুইডেন আওয়ামী লীগের সব নেতাকর্মীদের একত্রিত হওয়ার আহ্বান জানান তিনি।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সুইডেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য হাফিজুর রহমান, সিবেন্দ্র নারায়ণ দেব দুলাল, মন্জুরুল হাসান, সুইডেন আওয়ামী লীগের সহ-সভাপতি মহিউদ্দীন আহমদ লিটন, সিরাজুল হক খান রানা, জুলফিকর হায়দার, রিপন আহমেদ, ইফতেখার জুয়েল, সাধারণ সম্পাদক সৈয়দ বজলুল বারী মাছুম, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আফছার আহমেদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির আহমদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ওয়াছেল সরকার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক তপন ঘোষ, সমাজকল্যাণ সম্পাদক ইসরাত জাহান, আবুল হোসাইন, আরিফ আহমেদ, শেখ আলম, সুইডেন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি খালেদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ডা. ফরহাদ আলী খান প্রমুখ।

 

  • আ. লীগে
  • নেতাকর্মী
  • হত্যা. নির্যাতন. প্রতিবাদ. সুইডেন
  • #