জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং অ্যাজেন্সিতে (বায়রা) প্রশাসক নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাণিজ্য সচিবকে এই নির্দেশ দেওয়া হয়েছে। আদেশের অনুলিপি পাওয়ার চার সপ্তাহের মধ্যে প্রশাসক নিয়োগ দিয়ে নির্বাচন সম্পন্ন করতে বলা হয়েছে। বায়রার নির্বাচন সংক্রান্ত রুল নিষ্পত্তি করে সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, এ এম মাহবুব উদ্দিন খোকন, আহসানুল করিম, গাজী কামরুল ইসলাম সজল ও মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। বায়রার পক্ষে শুনানি করেন আইনজীবী জমির উদ্দিন সরকার, রোকন উদ্দিন মাহমুদ, রুহুল কুদ্দুস কাজল ও কায়সার কামাল।
বায়রার পাঁচ শতাধিক সদস্যকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এ ছাড়া বায়রার কার্যনির্বাহী কমিটিও মেয়াদোত্তীর্ণ হয়ে পড়েছে। কার্যনির্বাহী কমিটির মেয়াদ ছিল গত ৮ সেপ্টেম্বর পর্যন্ত। ওইদিন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কমিটির মেয়াদ ২২ দিন বাড়ানো হয়। এরপর ৩০ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় আরো তিনমাস মেয়াদ বাড়ায়।
রিটকারীদের দাবি, বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন বিধিমালা, ১৯৯৪ এর ১৪ বিধি অনুসারে বিদ্যমান কার্যনির্বাহী কমিটি পরবর্তী কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ক্ষেত্রে নির্বাচনের অন্তত ৯০ দিন আগে নির্বাচনী বোর্ড ও ৩ সদস্যের একটি নির্বাচনী আপিল বোর্ড গঠন করার কথা।
তা-না করেই গত ২৪ অক্টোবর তফসিল ঘোষণা করে বায়রা। এ তফসিল চ্যালেঞ্জ করে হাইকোর্ট রিট করেন বায়রার সদস্য ও খন্দকার রিক্রুটিং এজেন্সির মালিক খন্দকার আবু আশফাক।