একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলার আসামিদের খালাসের রায় বাংলাদেশে আইনের শাসন ও বিচার বিভাগের ইতিহাসে একটি জঘন্য ও ঘৃণ্যতম কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলে বিবৃতি দিয়েছে সুইডেন আওয়ামী লীগ। গতকাল (২ ডিসেম্বর) সুইডেন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সৈয়দ বজলুল বারী মাছুম যৌথভাবে এ বিবৃতি দেন।
বিবৃতিতে বলা হয়- বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাসহ দলের নেতৃবৃন্দকে হত্যার মাধ্যমে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার লক্ষ্যে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়েছিল। ঐ হামলায় আইভি রহমানসহ ২৪ জন নিহত হয় এবং আহত হয়ে শরীরে এখনও স্প্রিন্টারের দুঃসহ যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন সুইডেন আওয়ামী লীগ এর মহিলা বিষয়ক সম্পাদিকা নীলা চৌধুরীসহ প্রায় দুই হাজার আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থক।
সেই একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিচারিক আদালতে দণ্ডিত সব আসামিকে হাইকোর্ট অবৈধভাবে খালাস করে বিচারের পথ বন্ধ করে দেওয়ায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সুইডেন আওয়ামী লীগ।
পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্যসহ ৩ নভেম্বর জেল হত্যাকাণ্ডের ন্যায্য বিচার যেমন আওয়ামী লীগ সরকার করেছিল, ইনশা-আল্লাহ আগামীতেও একুশে আগস্টের অসমাপ্ত বিচারকার্য সম্পন্ন করে আসামিদের সাজা কার্যকর করবে আওয়ামী লীগ সরকার।