কক্সবাজার শহরের সুগন্ধা সৈকত এলাকা থেকে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ওই সময় দুই রাউন্ড গুলিও উদ্ধার করা হয়। সোমবার (২ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে সুগন্ধা সৈকত এলাকার হোটেল প্রাসাদ প্যারাডাইস সংলগ্ন ঝাউবাগান থেকে ওই আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন মহেশখালী পৌরসভার উত্তর ঘোনাপাড়ার জকরিয়া সওদাগরের ছেলে ইকবাল হোসেন ফয়সাল (৩৪) ও ছোট মহেশখালী লম্বা ঘোনা এলাকার মো. আবুল কালামের ছেলে মো. আরমান হোসেন (৩৪)।
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে দুইটি দেশীয় এলজি ও দুটি একনলা বন্দুক রয়েছে। সোমবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার পুলিশ সুপার মো. রহমত উল্লাহ।
পুলিশ সুপার জানান, আগ্নেয়াস্ত্রসহ দুজন লোক ঝাউবাগানে অবস্থান করার খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক আব্দুস সাত্তারের নেতৃত্বে একদল পুলিশ দ্রুত অভিযানে যায়। এ সময় ওই অস্ত্রসহ দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।