বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদনের শুনানির জন্য নতুন দিন ঠিক করেছে আদালত। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকাল ৩টায় আদালতে এই শুনানি হবে বলে জানা গেছে।
এর আগে গত বুধ ও বৃহস্পতিবার শুনানির দিন ঠিক থাকলেও চট্টগ্রাম আইনজীবী সমিতির আদালত বর্জন কর্মসূচির কারণে জামিন শুনানি হয়নি। রবিবার আদালতের কার্যক্রম শুরু হলে নতুন তারিখ ঘোষণা করা হয়।
গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন নামঞ্জুর করে চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম। এরপর থেকে এই নেতা চট্টগ্রাম জেলা কারাগারেই রয়েছেন।
সেদিন আদেশের পর আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান আটকে রেখে বিক্ষোভ করে চিন্ময় কৃষ্ণের ভক্ত-অনুসারিরা। প্রায় তিন ঘণ্টা পর পুলিশ সাউন্ড গ্রেনেড ছুঁড়ে, লাঠিপেটা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে এবং চিন্ময় কৃষ্ণ কারাগারে নিয়ে যায়। সেখানে পুলিশের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সংঘর্ষও হয়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই আদালতের কাছের সেবক কলোনীর কাছে উদ্ধার হয় সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবীর লাশ। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
সেই ঘটনায় এখন পর্যন্ত পাঁচটি মামলা হয়েছে। এরমধ্যে আইনজীবী সাইফুলের পরিবারের পক্ষ থেকে করা হয়েছে একটি হত্যা মামলা। এছাড়া পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় আলাদা তিনটি মামলা হয়েছে, পরিবারের পক্ষ থেকেও হয়েছে আরেকটি মামলা। এসব মামলায় অন্তত দেড় হাজার জনকে আসামি করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে প্রায় ৫০ জনকে।
এরমধ্যে ঢাকায় এসেছিলেন চিন্ময়। চট্টগ্রামে ফেরার পথে সোমবার শাহজালাল বিমানবন্দর থেকে তাকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। পরে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে তাকে তুলে দেওয়া হয়।
রাষ্ট্রদ্রোহের সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত মঙ্গলবার চিন্ময়কে আদালতে তোলা হয়। আদালতে জামিন চেয়েছিলেন তিনি। কিন্তু সেই আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রাম ষষ্ঠ মহানগর হাকিম আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম।